অবৈধভাবে হরিণ শিকারের সময় আটক ৩
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ১৪:৩৯
অবৈধভাবে হরিণ শিকারের সময় আটক ৩
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনে অবৈধভাবে হরিণ ও মাছ শিকার করার অভিযোগে তিন জেলেকে আটক করা হয়েছে। শনিবার, ৮ এপ্রিল ভোরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নম্বর খাল এলাকা থেকে তাদের আটক করে বনরক্ষীরা।


আটককৃতরা হলেন-মোঃ অসীম শেখ (৩৫), মোঃ জাকির হোসেন (৩৪) ও সাগর নাথ (২৩)। তাদের সবার বাড়ী মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।


এসময় তাদের কাছে ছিলনা সুন্দরবনে মাছ শিকারের কোন পাশ পারমিট। তাদের কাছ থেকে মাছ শিকারের অবৈধ জাল ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে।


পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান জানান , একদল অসাধু জেলেরা অবৈধভাবে বনের অভ্যন্তরে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার এবং হরিণ শিকারের অপচেষ্টা করে আসছিলো। কিন্তু বনরক্ষীদের নিয়মিত টহলের কারণে দুস্কৃতিকারীরা আটক হয়েছে।


এ ঘটনায় তাদের নামে বন আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে বলেও জানান তিনি।


বিবার্তা/জাহিদ/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com