রাণীনগরে ট্যাব এবং চিকিৎসা সহায়তা প্রদান
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ১৫:৫৩
রাণীনগরে ট্যাব এবং চিকিৎসা সহায়তা প্রদান
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর রাণীনগরে নবম ও দশম শ্রেণীর মেধাবী ১৬৮ শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব এবং ১৫ জন অসহায়দের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।


৪ এপ্রিল, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ম হলরুমে এই ট্যাব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


রাণীনর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানের সঞ্চালনায় বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি মো. আনোয়ার হোসেন হেলাল।


এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত উপজেলার ১৫জন অসহায়, গরীব ও হত-দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে ৬লাখ ৭০হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।


বিবার্তা/সাহাজুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com