ব্রাহ্মণবাড়িয়ায় বোরো উৎপাদনে লক্ষ্যমাত্রা ৪ লাখ মেট্রিক টন
প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ১৭:১০
ব্রাহ্মণবাড়িয়ায় বোরো উৎপাদনে লক্ষ্যমাত্রা ৪ লাখ মেট্রিক টন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার বোরো ধানের ব্যাপক আবাদ হয়েছে। জেলায় এবার ব্রি-ধান ৮৮, ৮৯, ৯২ ও বঙ্গবন্ধু এক’শ জাতের বোরোর আবাদ হয়েছে। চলতি মৌসুমে জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ১১হাজার ৩৫০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছে কৃষকরা। বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৫৫০ মেট্রিক টন।


তবে নতুন জাতেরর সম্প্রসারণ হওয়ায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। বিদ্যুতের দাম বাড়ায় জমিতে সেচের খরচও বেড়েছে। এতে কাণি প্রতি সার্বিক উৎপাদন খরচ ৯ থেকে ১০ হাজার টাকা থেকে বেড়ে ১২ থেকে ১৩ হাজার টাকায় দাঁড়িয়েছে।


চাষীরা জানিয়েছেন, প্রতি বছর ফসল উৎপাদনের সময় ধানের দাম পড়ে যায়। এতে উৎপাদন খরচ উঠাতেই তাদের হিমশিত খেতে হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুশান্ত সাহা জানিয়েছে, রবিবার আবাদ সফল করতে জেলায় ৬৬ হাজার কৃষককে প্রণোদনার আওতায় সার-বীজ দেয়া হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com