হিলিতে প্রসব পরবর্তী বিষয়ে দিনব্যাপি কর্মশালা
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ১৮:১৯
হিলিতে প্রসব পরবর্তী বিষয়ে দিনব্যাপি কর্মশালা
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অনাকাঙ্খিত গর্ভধারন রোধকল্পে দিনাজপুরের হিলিতে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ মার্চ সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিকাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. গোপী নাথ বসাক, রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, দিনাজপুর এর উপ-পরিচালক সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা.হুমায়ন কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন। কর্মশালায় অনাকাঙ্খিত গর্ভধারন রোধকল্পে কি কি করনীয় সে সম্পর্কে আলোকপাত করা হয়। এতে উপজেলায় কর্মরত ৪০ জন পরিবার পরিকল্পনা কর্মী ও হাসপাতালের নার্সরা অংশগ্রহন করেন।


বিবার্তা/রব্বানী/জবা/এমএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com