নোয়াখালীতে অ্যালকোহলসহ গ্রেফতার ১
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৮:৫১
নোয়াখালীতে অ্যালকোহলসহ গ্রেফতার ১
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর কবিরহাটে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে ২৩০ বোতল অ্যালকোহল সহ মো. সবুজ (৩০) নামে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। 


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সবুজধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের খোনারের আবুল হাসেমের ছেলে। অভিযানের সময় মালিপাড়া গ্রামের ওবায়দুল হকের ছেলে মাদক ব্যবসায়ী বাটু (৩৮) পালিয়ে যায়।


পুলিশ জানায়, ‘হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে মাদক বিক্রির অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয় । রাত সাড়ে ১০টার দিকে সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার থেকে আলীপুর যাওয়ার পথে মালিপাড়ায় চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশা থেকে ২৩০ বোতল অ্যালকোহলসহ (স্পিরিট) অটোচালক সবুজকে গ্রেফতার করা হয়। এসময় একজন পালিয়ে যায়।’


সবুজ জানায়, ‘বাটুর মাল বহনের সময় তাকে আটক করা হয়েছে। তাদের দুইজনের বিরুদ্ধে আগেরও মাদকের মামলা রয়েছে।’


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানায়, ‘প্রতিটি বোতলের গায়ে ৯০ ভাগঅ্যালকোহল লেখা রয়েছে। জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। গ্রেফতার সবুজ ও পলাতক বাটুর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। পরে সবুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাটুকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।’


বিবার্তা/আদনান/জাহিদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com