গোলাপগঞ্জে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী সমাপ্ত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৭
গোলাপগঞ্জে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী সমাপ্ত
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোলাপগঞ্জে চার দিন ব্যাপী ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী সমাপ্ত হয়েছে। রবিবার ( ২৬ ফেব্রুয়ারি) অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।


গত শনিবার রাতে রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত ক্যাম্পুরীর মহা তাঁবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটস,সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর ড.রমা বিজয় সরকার।


গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মিজ মৌসুমী মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার।


বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক মো. খসরু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা সম্পাদক হিফজুর রহমান খান ,গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলা সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী,বক্তব্য রাখেন ক্যাম্পুরী চীফ,উপজেলা স্কাউটস কমিশনার অধ্যক্ষ মো. রেজাউল আমীন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা মিয়া,রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মহীউদ্দিন জাকারীয়া চৌধুরী ইউআরসি ইন্সট্রাক্টর মফিজ উদ্দিন ভূইয়া,সহকারী উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, উপজেলা স্কাউটস'র সহ-সভাপতি এএইচ এম সফি, মিনহাজ উদ্দিন আহমদ, সহকারী কমিশনার ছালেহ আহমদ, তোফা ফজল,প্রোগ্রাম চীফ, উপজেলা কাব লিডার মিফতাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়া আজম প্রমুখ। ২য় পর্বে আয়োজিত  সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউটার হানিফ আহমদ ও স্কাউটার আদরী রানী দাশ। ৪ দিন ব্যাপী আয়োজিত ক্যাম্পুরীতে উপজেলার ৫৬টি কাব দল অংশগ্রহণ করে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com