চট্টগ্রামে এম এ গণির স্মরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৯
চট্টগ্রামে এম এ গণির স্মরণ সভা অনুষ্ঠিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সর্ব-ইউরোপিয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর আদর্শের বাতিঘর ও চট্টগ্রামের কৃতি সন্তান এম এ গনি’র ২য় মৃত্যুবার্ষিকী স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।


১০ ফেব্রুয়ারি, শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে লাভ দ্য পুওর চিলড্রেন’র উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


লাভ দ্য পুওর চিলড্রেন’র চেয়ারম্যান সাংবাদিক মুনীর চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল'র প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া।


এতে মূখ্য আলোচক ছিলেন একুশে পত্রিকা'র সম্পাদক আজাদ তালুকদার। উদ্বোধক ছিলেন বিএফইউজে'র প্রাক্তন সহ সভাপতি ও চট্টগ্রাম নাগরিক উদ্যোগ'র আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী।


এসডিজি ইয়ুথ ফোরাম'র সভাপতি নোমান উল্লাহ বাহার'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মানবাধিকার সংগঠক সাজ্জাদ উদ্দিন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি ফোর'র রিজিয়ন চেয়ারপার্সন হাসান মুরাদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ মালেকা চৌধুরী, ব্রাদার্স ইউনিয়ন' চট্টগ্রাম'র পরিচালক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, আল্লামা রুমি সোসাইটি'র মহাসচিব সৈয়দ সিরাজদ্দৌল্লাহ, সমাজকর্মী নেছার আহমেদ খান, কমার্স কলেজ ছাত্রলীগের প্রাক্তন ভিপি আব্দুল আউয়াল চৌধুরী, সাংবাদিক মইনুদ্দিন আহমদ, আক্তারুজ্জামান জাবেদ, ছাত্রনেতা সাফায়েত ফাহিম প্রমুখ।


বিবার্তা/রাসেল/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com