কোটচাঁদপুরে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল কৃষি কর্মকর্তার
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৭
কোটচাঁদপুরে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল কৃষি কর্মকর্তার
কোটচাঁদপুর প্রতিনিধি, ঝিনাইদহ
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইটের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এবার প্রাণ গেল এসকে লতিফুল কবির নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার।


১০ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুরে উপজেলার তালসার রোডের ফুলবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।


নিহত লতিফুল কবির ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের তের আলীর ছেলে। তিনি কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।


কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহাসীন আলী জানান, কৃষি মেলা উপলক্ষ্যে উপজেলা অফিসে মিটিং ছিল। মিটিং শেষে লতিফুল কবির মোটরসাইকেল যোগে বাড়ীর উদ্দ্যেশে সদর উপজেলার বাদপুকুর এলাকায় দিকে যাচ্ছিলেন। পথে ফুলবাড়ি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা স্থানীয় ইটের ভাটার একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি গুরতর আহত হন।


এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরচালক পালিয়ে যায়। পরে ট্রাক্টরটিকে আটক করে থানা পুলিশ।


উল্লেখ্য, গত ৩ ফ্রেব্রুয়ারি মাটি-টানা একটি বেপরোয়া ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাহামুদুল হাসান মাসুম নামে বৃটিশ ট্যোবাকো কোম্পানিতে কর্মরত এক মোটরসাইকেল আরোহী নিহত হন।


বিবার্তা/রায়হান/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com