ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন
অল্প সময়ে ওয়াদা পূরণ সম্ভব নয় জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জিয়াউল
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ১৬:২৬
অল্প সময়ে ওয়াদা পূরণ সম্ভব নয় জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জিয়াউল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অল্প সময়ে ওয়াদা পূরণ সম্ভব নয় জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন জাতীয় পার্টির সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।


১৮ জানুয়ারি, বুধবার জিয়াউল মৃধার ছেলে প্রদীপ মৃধা বিষয়টি জানিয়েছেন। এর আগে জিয়াউল হক মৃধা স্বাক্ষরিত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন উনির্বাচন পরবর্তী সংসদীয় মেয়াদকাল অত্যন্ত সংক্ষিপ্ত। এই সময়ের মধ্যে জনগণকে দেয়া আশ্বাস ও কাঙ্খিত ওয়াদা পূরণ করা অত্যন্ত দুরূহ। জনগণ ও ভোটারের কাছে উন্নয়নের মিথ্যা আশ্বাস দেয়া প্রতারণা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ম্যান্ডেট নিয়ে জয়ী হয়ে উন্নয়নের পরিকল্পনা, আশ্বাস এবং অসমাপ্ত পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে উল্লেখ করেন। চিঠিতে তিনি তার নেতাকর্মী ও শুভাকাঙ্খীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।


এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিয়াল হক মৃধার নাম্বারে একাধিকবার ফোন দেয়া হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।


জিয়াউল হক মৃধার ছেলে প্রদীপ মৃধা জানান, তার পিতার স্বাক্ষরিত চিঠিতেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ উল্লেখ রয়েছে। এদিকে দলীয় চাপে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কি না তা জানতে চাইলে তিনি বলেন, আমি ব্যস্তি, কথা বলতে চাই না।


উল্লেখ্য, জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভাকেট জিয়াউল হক মৃধা এর আগে এই আসন থেকে দুবারের সংসদ সদস্য ছিলেন। আগামী ১ ফেব্রুয়ারি আসন্ন (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে তার আপেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করার কথা ছিল। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভুইয়া (স্বতন্ত্র প্রার্থী), আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ (স্বতন্ত্র প্রার্থী) ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী প্রার্থী হিসেবে রয়েছেন।


উল্লেখ, গত ১১ ডিসেম্বর বিএনপির দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন উকিল আব্দুস সাত্তার ভুইয়া। এতে আসনটি শূন্য হওয়ায় আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


বিবার্তা/আকন্ঞ্জি/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com