রাজশাহীতে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ১৫:৪২
রাজশাহীতে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।


শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে নগরীর তালাইমারিতে এলাকার পদ্মা লাইব্রেরি থেকে আলুপট্টি পর্যন্ত এই পরিচ্ছন্ন কার্যক্রম করা শুরু করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।


মনোজ কুমার বলেন, বাংলাদেশের বন্ধু প্রীতম রাষ্ট্র ভারতে প্রতি বছর ১৪ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দিবস পালন করা হয়। তারই অংশ হিসেবে বিশ্বের সকল রাষ্ট্রের ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের কার্যালয়েও দিবস উপলক্ষ্যে প্রতীকী আনুষ্ঠানিকতা উদযাপন করা হয়। প্রতিদিন দুই ঘণ্টা করে এই অভিযান চালানো হবে।


ভারতজুড়ে প্রতিবছর ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ১৫ দিন পরিষ্কার অভিযান পালন করে এবং সারাবিশ্বে ভারতীয় দূতাবাসগুলোতে ২০১৪ সালে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্বচ্ছতা অভিযানটি ১ম শুরু করা হয়েছিল।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন দিল্লির রাজঘাটে ২০১৪ সালের ২ অক্টোবর তারিখে এই প্রচারাভিযানটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় রাজশাহীতেও আজ পরিষ্কার অভিযান পরিচালনা করে দেশটির ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com