বগুড়ায় নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্টান সম্পন্ন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ২১:১২
বগুড়ায় নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্টান সম্পন্ন
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ায় নতুন বছর উপলক্ষ্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে জেলার বিভিন্ন উপজেলায়। নতুন পাঠ্যবই হাতে পওয়ার আনন্দে কনকনে শীতের কুয়াশা ভেদ করে সকাল থেকেই নিজেদের স্কুলে আসতে শুরু করে ছাত্র ছাত্রীরা।


রবিবার (১ জানুয়ারি) সকালে বগুড়া জেলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।


এছাড়া, বিয়াম মডেল স্কুল ও কলেজ, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ, নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়, দর্গাদহ দরবেশ জাফর আলী দাখিল মাদরাসাসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব উদ্যাপন করা হয়েছে।


বিবার্তা/রাহেনুর/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com