একই রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ১৫:০৫
একই রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামার মারগাঁও গ্রাম থেকে একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার নিজামুদ্দিন হাজী পাড়া ওরফে আজরাইল পাড়ার তাদের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।


মৃতরা হলেন, ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৫) ও তার পুত্রবধূ শামসুন্নাহার বেগম (৩০)।


থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ৯মাস বয়সী কন্যা সন্তানের কান্নার শব্দে বাড়ির পাশের লোকজন খোঁজ নিতে গিয়ে দেখে রবিউলের বাড়ির মূল দরজা বন্ধ। পরে দরজা ভেঙে তারা শয়নকক্ষে একই রশিতে ঝুলন্ত অবস্থায় আছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে খানসামা থানা পুলিশ।


খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১২-১৩ বছর পূর্বে একই গ্রামের দুলাল মেম্বার পাড়ার শমসের আলীর মেয়ে শামসুন্নাহারের সাথে রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায় সময়ই সংসারে ঝগড়া লেগে থাকতো। এ নিয়ে ইতিপূর্বে তাদের সংসারের ঝগড়া নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশ ও মিমাংসা হয়েছে বলে জানা যায়।


মৃত রবিউলের পরিবার জানায়, উভয়ের ঝগড়া-বিবাদের ফলেই এক পর্যায়ে এই ঘটনা ঘটেছে। তবে মৃত শামসুন্নাহারের পরিবার বলছে ভিন্ন কথা।


শানসুন্নাহারের বাবা সমসের আলী বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসল রহস্যা উন্মোচন হোক।


বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে কাজ করছে থানা পুলিশ।


বিবার্তা/জামান/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com