
রাজধানীর বাড্ডা লিংক রোডে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন নিহার রঞ্জন দাস (৪৮ ) নামের এক ট্রাফিক পুলিশ সদস্য।
১২ নভেম্বর, শনিবার এই ঘটনাটি ঘটে। এসময় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেলের রেফার করেন। পরে ঢাকা মেডিকেলে স্টমাক ওয়াশ দিয়ে চিকিৎসক মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেন।
পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা তার সহকর্মী সুমন হক বিবার্তাকে বলেন, নিহার রঞ্জন দাস রমনা ট্রাফিক জোনে কর্মরত আছেন। শনিবার দুপুরে তিনি সদরঘাট থেকে ভিক্টর পরিবহনের বাসে যাবার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। জাতীয় নেশাদ্রব্য খাওয়ালে বাসে অচেতন অবস্থায় পড়ে থাকেন তিনি। পরে বাড্ডা লিংক রোড বাসস্টেশনে গাড়ির কন্টাকটার তাকে নামিয়ে চলে যায়। পরে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তিনি বলেন তার পকেটে থাকা টাকা পাওয়া যায়নি, শুধু মোবাইলটি তার পকেটে ছিল।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চুমিয়া বিবার্তাকে বলেন, রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে একজন ট্রাফিক পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসা তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেন।
বিবার্তা/বুলবুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]