শিরোনাম
৩ পার্বত্য জেলায় রবিবারের হরতাল শিথিল
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১৩:৪৫
৩ পার্বত্য জেলায় রবিবারের হরতাল শিথিল
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা উপলক্ষে তিন পার্বত্য জেলায় রবিবারের হরতাল শিথিল করেছে ৫ বাঙালি সংগঠন। সংগঠনগুলো হলো-পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।


শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদ।
তিনি বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রবিবারের হরতাল শিথিল করা হয়েছে। রবিবারের পরবর্তীতে আগামী বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় এবং রাঙামাটি ও বান্দরবানে বুধবার হরতাল পালন করা হবে।


উল্লেখ্য, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬ জাতীয় সংসদে পাস হওয়ার প্রতিবাদে ও বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় বৃহস্পতিবার হরতাল পালন করে সংগঠনগুলো।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com