শিরোনাম
জয়পুরহাটে দম্পতির লাশ উদ্ধার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১৩:৩২
জয়পুরহাটে দম্পতির লাশ উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটের সদর উপজেলা থেকে আব্দুল হামিদ (৪৫) ও নাছিমা বেগম (৪০) নামে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।


শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মাধাই নগর গ্রাম থেকে পুলিশ ওই দম্পতির লাশ উদ্ধার করে।


স্থানীয়দের বরাত দিয়ে জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) অশোক কুমার পাল বলেন, দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে বিবাদ চলে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে কোনো এক সময় আব্দুল হামিদ তার স্ত্রীকে হত্যার পরে নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে নিশ্চিত করে বলা সম্ভব হবে।


ওই দম্পতির ছেলে রাকিব বলেন, মা-বাবার মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গত রবিবার দুইজনের বিবাদ শালিস বৈঠক পর্যন্ত গড়ায়।


বিবার্তা/নাজিম/রাহাত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com