শিরোনাম
বড়পুকুরিয়া খনি শ্রমিকদের আন্দোলনের হুমকি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৬, ১৮:১৯
বড়পুকুরিয়া খনি শ্রমিকদের আন্দোলনের হুমকি
ফুলবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী এক মাসের মধ্যে চাকরি স্থায়ীকরণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে খনির প্রশাসনিক দক্ষিণ গেটের সামনে এক বর্ধিত সভায় আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হয়।


বড়পুকুরিয়া খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি অভিযোগ করে বলেন, প্রতিদিনই ২৯৭ টাকা মজুরিতে ভূগর্ভের নিচে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে খনির শ্রমিকেরা। ভূগর্ভের নিচে কঠিন তাপমাত্রায় মাসে ১৫ দিনের বেশি কাজ করতে পারে না শ্রমিকেরা।


তিনি বলেন, পৃথিবীর কোথায় খনির শ্রমিকেরা দিন হাজিরায় কাজ করে না। অথচ বড়পুকুরিয়ার কয়লাখনিতে দীর্ঘ ১২ বছর থেকে এভাবেই আমানুষিক শ্রম দিয়ে যাচ্ছে খনির শ্রমিকেরা। এজন্য চাকরি স্থায়ীকরণের দাবিতে তাদের কঠোর আন্দোলন করা ছাড়া কোনো উপায় নেই।


খনির শ্রমিকেরা অভিযোগ করে বলেন, যারা স্থায়ী চাকরি করে তাদের মধ্যে ঝাড়ুদারের বেতন ৩০ হাজার টাকা। অথচ কয়লা উৎপাদন করে একজন শ্রমিক মাসে ৭ থেকে ৮ হাজার টাকা আয় করে। এতে তাদের পরিবার অচল হয়ে পড়েছে।


বর্ধিত সভায় খনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, খনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা, পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুল হক প্রামাণিক, খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াজেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগাঠনিক সম্পাদক এহসানুল হক সোহাগ, সাবেক সাংগাঠনিক সম্পাদক লিটনসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।


বর্ধিত সভায় চাকরি স্থায়ীকরণের দাবিতে কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।


বিবার্তা/মেহেদী/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com