
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছে। নিহত এসআইয়ের নাম সমীরণ। এ সময় পুলিশ ও আসামিসহ ৭ জন আহত হয়েছে।
শুক্রবার (২১ মে) রাতে আসামি ধরে থানায় ফেরার পথে উপজেলার মহাসহস্র গ্রামে পুলিশের ভ্যানগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে আসামি ধরে ফেরার পথে রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কের লকুছের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে এসআই সমীরণ নিহত হন। এসময় ৪ পুলিশ সদস্য ও ৩ আসামি আহত হয়েছেন। তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]