
রাজশাহীর দুর্গাপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ইসনেহারা বেগমকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে স্বামী সুলতান আত্মহত্যা করেছেন।
বুধবার (১৮ মে) দুপুরে উপজেলার ঝালুকা ইউপির কাঁঠাল বাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় গ্রামে ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঠালবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে মাদকাসক্ত ভ্যানচালক স্বামী সুলতান ঠাটারু (৪০) স্ত্রী ইসনাহার (৩৫) অন্য পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছে বলে সন্দেহ করতো। এ জন্য স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া ও নির্যাতনের ঘটনা ঘটতো বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসী আরো জানায়, পরকীয়ার জের ধরে বুধবার মৃত সুলতান ঠাটারুর বাড়িতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার পর স্ত্রীকে হত্যা করেন সুলতান ঠাটারু। এরপর নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
জেলা পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া জানান, দুইটি আত্মহত্যার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
বিবার্তা/কিবরিয়া/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]