
খুলনা মহানগরী খানজাহান আলী এলাকা থেকে এক তরুণীকে ভারতে পাচার ও যৌনকর্মী হিসেবে পতিতালয়ে বিক্রির অপরাধে স্বামী-স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৮ মে) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক আ: সালাম খান এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- মো. শাহীন শেখ ও আসমা বেগম ওরফে সালমা। তারা দুজনেই পলাতক রয়েছেন।
মামলার রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, ২০০৯ সালের ১৯ অক্টোবর এক তরুণীকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে শাহীন ও আসমা ভারতে নিয়ে যায়। সেখানে অনৈতিক কাজের জন্য তাকে বিক্রি করা হয়। ২০ হাজার টাকা দিলে তারা তরুণীকে ফেরত দেবে। এভাবে নানা কথা বলে টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে ওই তরুণী ফিরে এসে তাদের বিরুদ্ধে মামলা করে।
তিনি আরো জানান, মামলায় মোট আট জন সাক্ষী দেন। এ মামলার শুনানিতে অপরাধ প্রমাণিত না হওয়ায় আরো ৩ জনকে খালাস দেয়া হয়।
বিবার্তা/রেজাউল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]