শিরোনাম
ফেনীতে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৫
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১৬:১৩
ফেনীতে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৫
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

ফেনী সদর থানা এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।


গ্রেফতাররা হলেন- ইমরান হোসেন রাজিব, সাখাওয়াত হোসেন রাসেল, জহিরুল ইসলাম, ইসমাইল হোসেন রুবেল ও শরিফুল ইসলাম আজাদ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।


বুধবার বিকেলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি চাকু, একটি ছুরি, ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট, সাতটি মোবাইল সেট, আটটি সিম কার্ড এবং নগদ তিনহাজার ৫৬৩ টাকা উদ্ধার করা হয়।


চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত আলামত ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/রাজু/পলাশ/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com