শিরোনাম
বিবার্তায় সংবাদ প্রকাশ: চাঁদার টাকা ফেরত পেলেন অটো চালক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪
বিবার্তায় সংবাদ প্রকাশ: চাঁদার টাকা ফেরত পেলেন অটো চালক
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের বহুল জনপ্রিয় অনলাইন পত্রিকা বিবার্তা২৪ ডটনেট-এ ‘ফেনীতে অটোরিক্সা থেকে টোকেন বাণিজ্য’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর অটো চালকের কাছ থেকে অবৈধভাবে আদায়কৃত চাঁদার টাকা ফেরত দিয়েছে দালাল জয়নাল।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি ঐক্য পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে অবৈধভাবে আদায়কৃত চাঁদার টাকা ফেরত দেন দালাল জয়নাল।


এসময় জয়নাল জানায়, সে মালিক সমিতির অধীনে কাজ করে এবং কোনো প্রকার মানি রিসিপ্ট ছাড়াই সিএনজি চালিত অটোরিক্সা থেকে টাকা আদায় করে থাকেন। চাঁদার সব টাকা মালিক সমিতিই জমা নেয়।


এ বিষয়ে জানতে জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি মো হানিফ ও সাধারণসম্পাদক মানিককে পাওয়া যায়নি।


তবে এসময় কার্যালয়ের থাকা কর্মচারী নাঈম জানান, শুধুমাত্র আমাদের সমিতির কাজে যারা নিয়োজিত শুধু তাদের বেতন ভাতা প্রদানের জন্য প্রতি গাড়ি থেকে ২০ টাকা করে নেয়ার জন্য অনুমতি রয়েছে। কিন্তু অন্যদিকে দালাল জয়নাল প্রতি গাড়ি থেকে ৫০০ টাকা করে নেয়ার কথা কার্যালয়েই স্বীকার করেন।


পুলিশ প্রশাসনও টোকেনের আদায়কৃত অর্থের সাথে জড়িত রয়েছে। দালাল জয়নালের এমন বক্তব্যের সত্যতা জানতে চাইলে জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বলেন, কথাটি সত্য নয়। পুলিশ কোনো ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত থাকার কথা নয় এবং জড়িত থাকতে পারে না। তবে উক্ত বিষয়টি যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো। যেই হোক অপরাধীকে ছাড় দেয়া হবে না।


এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুজজামান বলেন, বিষয়টি যেহেতু জানতে পেরেছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/সাব্বির/এসএ


>>ফেনীতে অটোরিক্সা থেকে টোকেন বাণিজ্য

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com