শিরোনাম
চে গুয়েভারার ১০ উক্তি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ০৯:৩৭
চে গুয়েভারার ১০ উক্তি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী চে পেশায় ছিলেন একজন ডাক্তার। মেডিক্যালের ছাত্র হিসেবে চে সমগ্র লাতিন আমেরিকা ভ্রমণ করেছিলেন। এসময় ওইসব অঞ্চলের মানুষদের দরিদ্র্যতা ও দুঃখ-দুর্দশা তার মনে গভীর রেখাপাত করে। তারপরেই মানুষের মুক্তির কল্যাণে এই বিপ্লবী কাজ শুরু করেন। যা তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চালিয়ে যান। চে’র ১০টি উক্তি যা আজও বিপলবী কিংবা জীবনযুদ্ধে জয়ীদের মুখে মুখে ঘুরছে।


● নীরবতা এক ধরনের যুক্তি যা গভীর তথ্য বহন করে।


● বিপ্লব তো আর গাছে ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে, বিপ্লব অর্জন করতে হয়।


● নতজানু হয়ে সারা জীবন বাঁচার চেয়ে আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত।


● চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই, সবসময়।


● যখনি তুমি অন্যায়-অবিচারের বিরুদ্ধে জ্বলে ওঠো, তখনি তুমি আমার একজন সহ-যোদ্ধা।


● সবাই প্রত্যেকদিন চুলে চিরুনি চালায় যাতে চুল সুন্দর পরিপাটি থাকে, কেউ কেনো হৃদয় সুন্দর পরিপাটি রাখে না?


● সর্বোপরি, একজন বিপ্লবীকে সবসময় দৃঢ়ভাবে বিশ্বের যেকোন প্রান্তে সংঘটিত যে কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।


●বাস্তববাদী হও, অসম্ভবকে দাবিও করো।


● আমি কোনো মুক্তিযোদ্ধা নই। মুক্তিযোদ্ধা বাস্তবে কখনো হয় না যতক্ষণ মানুষ নিজে মুক্তিকামী না হয় হয়।


● বিপ্লবী হতে চাও? বিপ্লবের প্রথম শর্ত, শিক্ষিত।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com