
বিনোদ কুমার চৌধুরী। নাক দিয়ে কিবোর্ডে ইংরেজি বর্ণমালা ২৫ দশমিক ৬৬ সেকেন্ডে টাইপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন।
৪৪ বছর বয়সী এই ভারতীয় এর আগে প্রথমবার এ কাজে ২৭ দশমিক ৮ সেকেন্ড সময় নিয়েছিলেন। এর পরেরবার তিনি নাক দিয়ে ২৬টি বর্ণ টাইপ করেন ২৬ দশমিক ৭৩ সেকেন্ডে। এবার তিনি আগের সব রেকর্ড ভেঙেছেন।
রেকর্ডসের নিয়ম হচ্ছে, ইংরেজি বর্ণমালার ২৬টি বর্ণ একটি স্ট্যান্ডার্ড কোয়ার্টি কিবোর্ডে প্রতিটি বর্ণের মাঝখানে একটি স্পেস দিয়ে টাইপ করতে হবে।
বর্তমানে এক হাত দিয়ে এবং পেছনে হাত দিয়ে দ্রুততম সময়ে টাইপ করার রেকর্ডও বিনোদ চৌধুরীর দখলে রয়েছে।
সবশেষ রেকর্ড অর্জনের পর বিনোদ বলেন, আমার পেশা টাইপ করা, সেজন্য আমি এটিতে রেকর্ড করার কথা ভেবেছিলাম। যাতে আমার আবেগ ও জীবিকা উভয়ই থাকে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]