নাচতে নাচতেই মঞ্চে হঠাৎ মৃত্যু, দর্শকদের হাততালি
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১০:৪১
নাচতে নাচতেই মঞ্চে হঠাৎ মৃত্যু, দর্শকদের হাততালি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মঞ্চে দাঁড়িয়ে নাচছিলেন। হাতে ছিল ভারতের তেরঙা জাতীয় পতাকা। পরনে ছিল সেনাবাহিনীর পোশাক। আচমকা মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হন ৭৩ বছরের বৃদ্ধ। নাচতে নাচতে মাটিতে পড়ে যান তিনি। কিন্তু দর্শকরা তার নাচে এতই মুগ্ধ হয়েছিলেন যে, বুঝতেই পারেননি তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মঞ্চেই মৃত্যু হয় তার। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।


ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। ওই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মঞ্চে দর্শকদের সামনে নাচছেন বৃদ্ধ। এক সময় হাতে তুলে নিচ্ছেন জাতীয় পতাকা। সেই পতাকা হাতে নিয়ে নাচতে নাচতে আচমকা সামনের দিকে ঝুঁকে পড়েন। তার পর নীচে শুয়ে পড়েন। দর্শকরা তখনও হাততালি দিয়ে যাচ্ছিলেন। কারণ, তারা ভেবেছিলেন, এই শুয়ে পড়াও নাচেরই অংশ। এত দ্রুত এবং আচমকা ঘটনাটি ঘটেছে যে, কেউ বুঝতে পারেননি।


বৃদ্ধ শুয়ে পড়ার পর অনুষ্ঠানের আয়োজকদের এক জন তার সামনে গিয়ে পতাকাটি তুলে নেন। তিনিও বুঝতে পারেননি বৃদ্ধ অসুস্থ। বেশ কয়েক মিনিট পর উপস্থিত সবার হুঁশ ফেরে। বৃদ্ধের কাছে তারা এগিয়ে যান এবং দেখেন, তিনি অচেতন হয়ে পড়েছেন।


সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বৃদ্ধ অসুস্থ বোঝার পর ওই মঞ্চেই সিপিআরের ব্যবস্থা করা হয়। কিন্তু তার জ্ঞান ফেরেনি। হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com