
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে একটি সিনেমা হলে খুঁজে পাওয়া গেছে ৬৫ বছরের পুরোনো একটি মানিব্যাগ।
আটলান্টার ওই সিনেমা হলে সংস্কারের কাজ চলছিল। তখন একটি দেয়ালের পেছনের স্থান থেকে মানিব্যাগটি উদ্ধার করেন শ্রমিকেরা। এরপর সেটি তুলে দেওয়া হয় হলের মালিক ক্রিস এসকোবারের কাছে।
ক্রিস এসকোবারের ধারণা, মানিব্যাগটি কেউ সিনেমা হলে হারিয়ে ফেলেছিলেন। কারণ, সেটি যেখানে পাওয়া গেছে, সেখানে দর্শকদের হারিয়ে ফেলা জিনিসগুলো রেখে দেওয়া হতো। তবে পরে সংস্কারের কারণে ওই স্থান চোখের আড়ালে চলে যায়।
মানিব্যাগটি নিয়ে সংবাদমাধ্যম সিএনএনকে এসকোবার বলেন, ‘মানিব্যাগটি অতীতে ফিরে যাওয়ার একটি উপায়। আমাদের মনে হলো, এই মানিব্যাগের প্রকৃত মালিক হয়তো হলের আশপাশের এলাকাতেই থাকতেন। একবার ভাবুন তো, তাঁদের খুঁজে বের করাটা কেমন হবে?’
হ্যাঁ, এসকোবার প্রকৃত মালিকের খোঁজ করেছিলেন। তাঁর নাম–ঠিকানাও পেয়েছেন। জানা যায়, মানিব্যাগের মালিকের নাম ফলি কালব্রেথ। তবে দুভার্গ্যের বিষয় হলো, ২০০৫ সালে ৮৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
শেষ পর্যন্ত ফলি কালব্রেথের ৭১ বছর বয়সী মেয়ে থিয়া কালব্রেথ চেম্বারলেনের হাতে ওই মানিব্যাগ তুলে দেন এসকোবার। তিনি জানিয়েছেন, তাঁর মা ১৯৫৮ সালে মানিব্যাগটি হারিয়ে ফেলেছিলেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ছয় বছর। খুঁজে পাওয়ার পর মানিব্যাগটিতে তাঁদের পরিবারের পুরোনো কিছু ছবি, একটি লাইব্রেরি কার্ড ও লটারির টিকিট পাওয়া গেছে।
সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে চেম্বারলেন বলেন, ‘মানিব্যাগটি হাতে পেয়ে কতটা হতবাক হয়েছিলাম, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]