প্যারাস্যুট নিয়ে উড়োজাহাজে!
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ২০:৫০
প্যারাস্যুট নিয়ে উড়োজাহাজে!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রানডন নামের এক যাত্রী একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থার একটি ফ্লাইটে করে গন্তব্যে যাওয়ার সময় কাঁধে প্যারাস্যুট নিয়ে উঠে পড়েন। পরে আসনে বসার আগে তা ব্যাগপত্র রাখার নির্ধারিত জায়গায় তুলে রাখেন।


এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখেছেন ১৬ লাখের বেশি ব্যবহারকারী।


ব্রানডনের পরিচয় বা ঘটনাটি কবেকার, সে সম্পর্কে জানা যায়নি। ভিডিওটি শেয়ার করেছেন তাঁর স্ত্রী কাগান ব্রুকস। ব্রানডনকে দৃশ্যত এমন অস্বাভাবিক কাণ্ড করতে দেখা গেলেও ফ্লাইটের অন্য যাত্রীরা অবশ্য এতে কোনো প্রতিক্রিয়া দেখাননি।


তবে টিকটক ব্যবহারকারীদের অনেকেই তাঁদের মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন।


কোনো কোনো টিকটক ব্যবহারকারী ব্রানডনের এ কাজকে মজার বলে উল্লেখ করেন। কেউ কেউ তাঁর এমন প্রস্তুতির প্রশংসা করেন।


যদিও ব্রানডন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে যাওয়ার পথে এই প্যারাস্যুট কোনো নিরাপত্তামূলক কারণে নেননি, বরং বিনোদনমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে নিয়েছিলেন।


তাঁর স্ত্রী ব্রুকস পরবর্তী এক ভিডিওতে বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেন, তাঁর স্বামী এটি নিয়েছিলেন স্কাই ডাইভিংয়ের জন্য।


ব্রানডনের প্যারাস্যুট নিয়ে উড়োজাহাজে ওঠার ভিডিওটি স্পর্শকাতর কিছু না হলেও, কোনো কোনো দর্শক এতে উদ্বেগের কথা জানিয়েছেন। তাঁরা বাণিজ্যিক উড়োজাহাজে এ ধরনের উপকরণ ব্যবহারের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।


সূত্র : দ্য নিউইয়র্ক পোস্ট


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com