কাণ্ডজ্ঞান খাটানোর দিন আজ!
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১২:৪৭
কাণ্ডজ্ঞান খাটানোর দিন আজ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ ৪ নভেম্বর, কাণ্ডজ্ঞান খাটানোর দিন (ইউজ ইয়োর কমন সেন্স ডে)। মনে করা হয়, কাণ্ডজ্ঞান ধারণাটি প্রথম সামনে আনেন দার্শনিক অ্যারিস্টটল। এরপর ফরাসি দার্শনিক রনে দেকার্তে কমন সেন্সের সবচেয়ে আধুনিক সংজ্ঞা দিয়েছেন।


এককথায় তাদের আমরা বলি কাণ্ডজ্ঞানহীন যারা ঠিক জানেন না কোথায় কী বলতে হয়, কী করতে হয়। যারা যেন বলে ফেললেই বাঁচেন, করে ফেললেই বাঁচেন। একটা সাধারণ বিবেচনা বোধ সবার ভেতরেই আছে। কিন্তু এ–জাতীয় মানুষজন সেটার ব্যবহার জানেন না।


এদের কেউ কেউ হয়তো বোকাসোকা। বুদ্ধিশুদ্ধি কম। আবার কেউ মাথামোটা। পরিবেশ-পরিস্থিতির তোয়াক্কাই করে না। ফলে নিজে যেমন হামেশাই বিপদে পড়েন, তেমনই আশপাশের মানুষেরও বিরক্তির কারণ হয়ে দাঁড়ান।


কমন সেন্স নিয়ে সুন্দর কথাটি বলেছেন আমেরিকান অভিনেতা উইল রজার্স। তিনি বলেন, ‘কমন সেন্স অতটা কমন ব্যাপার না।’


উইল রজার্সের জন্মদিন ৪ নভেম্বর। এ জন্যই কাণ্ডজ্ঞান ব্যবহার দিবস হিসেবে এর প্রবর্তক লেখক ও ব্লগার বাড বিলানিচ এই দিনটিকে বেছে নিয়েছেন। ২০১৫ সাল থেকে এই দিবস পালিত হয়ে আসছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com