শিশুর দুরন্তপনার জন্য রেস্তোরাঁয় জরিমানা!
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৯:২৬
শিশুর দুরন্তপনার জন্য রেস্তোরাঁয় জরিমানা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রেস্তোরাঁয় গেলে প্রায়ই চোখে পড়বে ছোট শিশুরা এখানে-ওখানে ছুটে বেড়াচ্ছে। কখনো কখনো টেবিলে থালাবাটি নড়াচড়া করছে, চামচ ফেলে দিচ্ছে, টেবিল থেকে নেমে অন্য টেবিলে চলে যাচ্ছে, অকারণে ওয়াশরুমে গিয়ে বারবার ট্যাপ ছেড়ে দিচ্ছে—এমন নানা কাজে মত্ত থাকে তারা।


তবে, যুক্তরাষ্ট্রের একটি রেস্তোরাঁয় শিশুদের দুরন্তপনা মেনে নেওয়া হয় না। টেবিলে খাবার খাওয়ার সময় সন্তানদের সামলাতে না পারলে শিশুদের মা-বাবাকে জরিমানা গুনতে হচ্ছে।


টোকোয়া রিভারসাইড রেস্টুরেন্ট নামের ওই রেস্তোরাঁর মেনু কার্ডের নিচে ‘বড়দের সারচার্জ’ হিসেবে লিখে রেখেছে, ‘সন্তানদের সামলাতে না পারা অভিভাবকদের জন্য’।


এই শব্দগুলোর পাশে ৩ ডলার চিহ্ন আঁকা রয়েছে। লেখাগুলো অন্য লেখার মাঝখানে এমনভাবে লেখা, যা ঝট করে চোখে পড়বে না।


মেন্যু কার্ডে আরও লেখা রয়েছে, ‘অসম্মান দেখালে সেবা নয়।’


রেস্তোরাঁর অনেক গ্রাহকই বিল জমা দিতে গিয়ে বেশ অবাক হয়েছেন। কিল ল্যান্ডম্যান নামের এক গ্রাহক অনলাইনে এক রিভিউতে লেখেন, ‘রেস্তোরাঁর মালিক বেরিয়ে এসে আমাকে বললেন, আপনার সন্তানদের আচরণ খারাপ হওয়ায় আপনাকে অতিরিক্ত ৫০ মার্কিন ডলার দিতে হবে।’


ল্যান্ডম্যান বলেন, ‘খাবার না আসা পর্যন্ত আমার সন্তানেরা ট্যাবলেট (ট্যাব) দেখল, এরপর খাবার খেল। শেষে আমি যখন বিল দেওয়ার লাইনে অপেক্ষা করছিলাম, আমার স্ত্রী সন্তানদের নিয়ে বাইরে ছিলেন।’


ল্যান্ডম্যানের স্ত্রী লিন্ডসে এনবিসি নিউজ টুডেকে বলেন, ‘আমি সব মনে করে দেখলাম, এমন হওয়ার সুযোগ নেই। বাচ্চারা শেষের দিকে একটি টেবিলেই ছিল এবং তারা কোনো ধরনের দুরন্তপনা করেনি।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com