শনিবার ঘটবে বলয়গ্রাস সূর্যগ্রহণ
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০১:২৭
শনিবার ঘটবে বলয়গ্রাস সূর্যগ্রহণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী শনিবার (১৪ অক্টোবর) ঘটবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। এটি বাংলাদেশ সময় রাত ৯টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে শুরু হবে এবং রাত ২টা ৫৫ মিনিট ১২ সেকেন্ডে শেষ হবে।


তবে সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। গ্রহণটি শুরু হবে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট থেকে পূর্ব দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিট ১০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে নিকারাগুয়ার মানকি পয়েন্ট থেকে দক্ষিণ-পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগরে দুপুর ১২টা ২৭ মিনিট ৪ সেকেন্ডে।


আর গ্রহণটি শেষ হবে ব্রাজিলের বাহিয়ার রাজ্যের জাবোরান্দি শহরে বিকেল ৫টা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে।


এ প্রসঙ্গে আবহাওয়াবিদ নাইমা বাতেন গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। এটি দেখা যাবে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com