মুমূর্ষু বিড়ালের অস্ত্রোপচারে হতবাক চিকিৎসক, পেট থেকে বেরোল কী?
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ১০:৩৪
মুমূর্ষু বিড়ালের অস্ত্রোপচারে হতবাক চিকিৎসক, পেট থেকে বেরোল কী?
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমেরিকার দক্ষিণ ক্যারোলাইনার এক বিড়াল। সম্প্রতি শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে পড়েছিল, খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিল প্রায়। এক পথচারী বিড়ালটিকে চার্লস্টন অ্যানিম্যাল সোসাইটিতে নিয়ে যান। সেখানেই বিড়ালটিকে স্ক্যান করে তার পেটে দলা পাকানো কিছুর উপস্থিতি দেখতে পাওয়া যায়।


পশু হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বিড়ালটি কিছুই খাচ্ছিল না। যত দিন যাচ্ছিল ক্রমশ নেতিয়ে পড়ছিল। এর পরই চিকিৎসকেরা বুঝতে পারেন, পেটে জমে থাকা ওই জিনিসগুলিই খাদ্যনালির পথ রুদ্ধ করে রেখেছে। সেই জন্যই খাবার খাচ্ছে না বিড়ালটি। এরপর চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন অস্ত্রোপচার করার। অস্ত্রোপচার শুরু করার পরই বিস্মিত হন চিকিৎসকেরা। বিড়ালটির পেটের ভিতর থেকে চুল বাঁধার একগুচ্ছ ‘রবার ব্যান্ড’ উদ্ধার হয়। সংখ্যায় সব মিলিয়ে ৩৮টি চুল বাঁধার ব্যান্ড পাওয়া যায় বিড়ালটির পেটে।


যাঁর নেতৃত্বে এই অস্ত্রোপচার হয়, সেই চিকিৎসক একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এমন ঘটনা তিনি তাঁর কর্মজীবনে অন্তত দেখেননি। ব্যান্ডগুলি নরম বলে বিড়ালটির খাদ্যনালিতে কোনও ক্ষত তৈরি না হলেও, এত দিন সেগুলি পেটের ভিতরে থাকায় বিষক্রিয়া দেখা দিয়েছে। তার প্রভাব পড়েছে বিড়ালটির যকৃতে। বিড়ালটির লিভার যাতে সুস্থ করা যায়, এখন সেই চেষ্টাই করছেন চিকিৎসকরা। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, ওষুধের সঙ্গে সঙ্গে ইলেকট্রোলাইট খাওয়ানো হচ্ছে বিড়ালটিকে।


সূত্র: নিউ ইয়র্ক পোস্ট


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com