শিরোনাম
মাকে নিয়ে হজে যাচ্ছেন সাকিব
প্রকাশ : ০২ আগস্ট ২০১৯, ২১:০৮
মাকে নিয়ে হজে যাচ্ছেন সাকিব
স্পোর্টস প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান মাকে নিয়ে হজ পালনের জন্য শুক্রবার রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ছেন।


গত বছর সৌদি সরকারের আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে হজ করতে গিয়েছিলেন সাকিব।এ বছর মা শিরীন আকতারকে সঙ্গে নিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।


ইংল্যান্ড বিশ্বকাপের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটিতে থাকা সাকিব সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও দলের সঙ্গে ছিলেন না।


অক্টোবরে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরতে পারেন সাকিব। টেস্টের পর আফগানদের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ।


প্রসঙ্গত, বিশ্বকাপে সাকিব মোট আট ম্যাচে ব্যাট হাতে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান তুলেছেন।তিনি ছিলেন রান তোলার গড়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ।


এ ছাড়া, বল হাতে সাকিব আট ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। অর্থাৎ বল ও ব্যাট উভয় মাধ্যমেই সাকিব দলের তিনটি জয়ে ভূমিকা রেখেছেন। প্রথম দুটি জয়ের একটিতে সেঞ্চুরি করেছেন, একটিতে নিয়েছেন পাঁচ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরির দেখা পান তিনি।


এবারের ব্শ্বিকাপে সাকিব সাত ইনিংসেই কমপক্ষে ৫০ রান অতিক্রম করেছেন। বিশ্বকাপে তার সর্বনিম্ন সংগ্রহ ৪১ রান।


বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে এক আসরে একমাত্র ক্রিকেটার হিসেবে ৬০০-এর ওপর রান ও ১০টিরও বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com