শিরোনাম
কিউইদের বিপক্ষেও ভালো করার প্রত্যাশা মাশরাফির
প্রকাশ : ০৩ জুন ২০১৯, ০৮:৫১
কিউইদের বিপক্ষেও ভালো করার প্রত্যাশা মাশরাফির
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম কঠিন প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। তাদের বিপক্ষে সেই কঠিন ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।


রবিবার দ্য ওভালে রেকর্ড রাঙা রানে জয়ে শুরু হল মাশরাফিদের বিশ্বকাপযাত্রা। নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।


কিউইদের বিপক্ষেও ভালো করার প্রত্যাশা জানালেন বাংলাদেশ অধিনায়ক। ওভালের গ্যালারিতে বাংলাদেশকে প্রচুর দর্শকের সমর্থন জানাতে দেখে অভিভূত মাশরাফি ম্যাচ শেষে বলেন, সত্যি বললে দর্শকদের দেখে আমি অভিভূত।


তারা পুরো ম্যাচে আমাদের হয়ে গলা ফাটিয়েছে। সব দর্শককে ধন্যবাদ। আশা করি পরবর্তী ম্যাচগুলোতেও তারা আমাদের সমর্থন দিতে আসবে।’
তিনি বলেন, আশা করি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও আমরা ভালো খেলব। প্রথমে ব্যাট করে বাংলাদেশ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে ছয় উইকেটে ৩৩০ রান করে। জবাবে আট উইকেটে ৩০৯ রান করতে পারে প্রোটিয়ারা। ২১ রানে জয় পায় বাংলাদেশ। দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরাও হয়েছেন সাকিব।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com