শিরোনাম
তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার
প্রকাশ : ১১ মে ২০১৯, ০৯:১৭
তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) স্ট্রাইকার নেইমার।


ফ্রেঞ্চ কাপের ফাইনালে প্রতিপক্ষ দলের এক সমর্থককে ঘুষি দেয়ায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান এ তারকা। একইসাথে তাকে দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞার শাস্তিও দেয়া হয়েছে।


নেইমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন জানায়, আগামী ১৩ মে থেকে এই আদেশ কার্যকর হবে। ফলে শনিবার অ্যাঞ্জার্সের বিপক্ষে লীগ ওয়ানের ম্যাচে চ্যাম্পিয়ন দলের হয়ে অংশ নিতে পারবেন এই ব্রাজিলীয় তারকা।


তবে নিষেধাজ্ঞার কারণে ঘরোয়া ফুটবলের শেষ দুটি লীগ ম্যাচ এবং ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফির আরো একটি ম্যাচে অংশ নিতে পারবেন না নেইমার।


তবে নেইমারের সদ্য পাওয়া এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই।


ফ্রেঞ্চ কাপের ফাইনাল শেষে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রেনের একজন ভক্ত কিছু একটা জিজ্ঞেস করেন নেইমারকে। তিনি ক্ষেপে গিয়ে বেশ জোরেশোরেই ধাক্কা দেন ওই ভক্তকে। প্রায় ঘুষির মতোই। সেই ভিডিও এরপর ভাইরাল হয়ে গিয়েছিল সবখানেই। সে ঘটনার জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। -এএফপি


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com