শিরোনাম
ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল ঘোষণা, ফিরছেন ক্রিকেটাররা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৯, ১১:৪৪
ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল ঘোষণা, ফিরছেন ক্রিকেটাররা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মসজিদে বন্দুকধারীদের হামলার ঘটনায় বাতিল করা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টটি। তবে কবে ক্রিকেটাররা দেশে ফিরবেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


শুক্রবার হেগলি স্টেডিয়ামের প্রেস কনফারেন্স করে এ ঘোষণা দেয়া হয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে।


হামলার ঘটনার ম্যাচটি চলবে কিনা এ নিয়ে দোটানায় ছিল উভয় বোর্ড। শেষ পর্যন্ত কিউই ও বাংলাদেশের খেলোয়াড়রা ম্যাচটি নিয়ে আপত্তি প্রকাশ করা ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।


নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড টুইটবার্তায় জানিয়েছে, এনজেডসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ সিদ্ধান্তে হ্যাগলি ওভাল টেস্ট বাতিল করা হয়েছে। দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা সবাই নিরাপদে আছেন।


তবে এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি। কিন্তু বিসিবির বিশ্বস্ত সূত্র জানিয়েছে, দেশে ফেরার যে ফ্লাইট পাবেন সেটিতেই খেলোয়াড়েরা চলে আসবেন।


বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।


ক্রিকেটাররা বলছেন, তারা নিরাপদে আছেন। তবে কবে দেশে ফিরবেন, সে বিষয়ে এখনো জানেন না।


ইতোমধ্যে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুইটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড।


এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত একজন টরেন্টসহ আরো একজন এ হামলা করে। হামলায় ২৭ জন নিহতের দাবী করেছে স্থানীয় গণমাধ্যম ওটোগো।
বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com