শিরোনাম
বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় মাশরাফি সাকিব মুশফিক
প্রকাশ : ১৩ মার্চ ২০১৯, ১৮:২৪
বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় মাশরাফি সাকিব মুশফিক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ২০১৯ সালে বিশ্বের সেরা ১০০ ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় স্থান করে নিয়েছেন।


মঙ্গলবার এ তালিকা প্রকাশ করেছে ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এ তালিকায় স্থান পাওয়া সাকিব আল হাসান আছেন ৯০-এ, মুশফিকুর রহিম ৯২তম ও মাশরাফি ৯৮তম স্থানে।


৭৮ দেশের প্রায় ৮০০ সেরা খেলোয়াড়ের মধ্য থেকে তিনটি বিষয় বিবেচনায় নিয়ে এ তালিকায় করেছে ইএসপিএন। বিষয়গুলো হলো গুগলে খেলোয়াড়দের খোঁজার সংখ্যা, সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ার সংখ্যা ও বিভিন্ন বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় বিবেচনায় নিয়ে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।


আর এই তিনটি বিষয়ে তালিকার শীর্ষে রয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেবরন জেমস। আর তৃতীয় স্থানটি দখল করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ১১ ক্রিকেটারের মধ্যে সবার ওপরে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার অবস্থান সপ্তম।


১৩তম স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাকি ভারতীয়দের মধ্যে আছেন, যুবরাজ সিং, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, সুরেশ রায়না।


পুরো তালিকা


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com