শিরোনাম
চতুর্থ নারী ম্যারাথন অনুষ্ঠিত
প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ১৬:০৬
চতুর্থ নারী ম্যারাথন অনুষ্ঠিত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক নারী দিবস উপললেক্ষ অনুষ্ঠিত হলো চতুর্থ নারী ম্যারাথন। শুক্রবার ১০ কিলোমিটারের এ মিনি ম্যারাথনে দেশ-বিদেশের ৪৬৭ জন পেশাদার ও অপেশাদার নারী অংশগ্রহণ করেন।


এভারেস্ট একাডেমি ও ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের যৌথ আয়োজন ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশেনের সার্বিক সহযোগিতায় দেশের একমাত্র নারী ম্যারাথনে পৃষ্ঠপোষকতা করেছে প্রাণ ম্যাঙ্গো, টপার কুক ওয়্যার ও দূরন্ত বাই সাইকেল।


সকাল সাড়ে ৬টায় রাজধানীর হাতিরঝিলের এফডিসি মোড় থেকে শুরু হয়ে পুরো হাতিরঝিল প্রদক্ষিণ শেসে আবার এফডিসি মোড় হয়ে গুলশান ১ সংলগ্ন কনকর্ড পুলিশ প্লাজা পয়েন্টে শেষ হয়। নির্ধারিত দেড় ঘন্টার মধ্যে পুরো ১০ কিলোমিটার দৌঁড় শেষ করেন দেশী-বিদেশি ১৩৬ দৌঁড়বিদ।


৪৭ মিনিট ৫৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ আসরের চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাজ্যের দৌঁড়বিদ জেন ক্রাউডা। প্রথম রানার আপ হয়েছেন মিরোনা। দেশের কৃতি এ্যাথলেট মিরোনা এ জন্য সময় নিয়েছেন ৪৯ মিনিট ৪০ সেকেন্ড। সুইজারল্যান্ডের অ্যালেক্সো মেকোনেন ৫১ মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয় রানার আপ।


প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়েল সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় আরো উপস্থি ছিলেন শিল্প উদ্যোক্তা রুবানা হক, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, দূরন্ত বাইকের ব্র্যান্ড ম্যানেজার রাকিবুল হাসান, প্রাণ-আরএফএল গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শরিফুল ইসলাম, এভারেস্ট একাডেমির চেয়ারম্যান মুসা ইব্রাহিম ও ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের কো-ফাউন্ডার তামজিদুল ইসলাম।


আগামী বছর ৬ মে ঢাকা ওমেন্স ম্যারাথনের পঞ্চম আসর অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com