শিরোনাম
টস জিতে ব্যাটিংয়ে বিসিবি একাদশ
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১০:২৪
টস জিতে ব্যাটিংয়ে বিসিবি একাদশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজেরআগে বিসিবি একাদশের বিপক্ষেএকমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার ফতুল্লায় বিসিবি একাদশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়।



আগামী শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড।


সদ্য আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা ইমরুল কায়েস, সৌম্য সরকার ও নাসির হোসেন আছেন বিসিবি একাদশে। এছাড়াও আছেন ইংল্যান্ড সিরিজে ডাক পাওয়া পেসার আল-আমিন হোসেন।


তবে চমক হিসেবে বিসিবি একাদশে ডাক পেয়েছেন কিছুদিন আগে পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত ও নেট বোলার মোহাম্মদ মানিক। এছাড়াও এই দলে রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ
নাসির হোসেন (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শুভাগত হোম চৌধুরী, আল-আমিন হোসেন, নুরুল হাসান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, এবাদত হোসেন ও মোহাম্মদ মানিক।


ইংল্যান্ড একাদশ
জস বাটলার, মইন আলী, জনি ব্যাইরস্টো, জ্যাক বল, স্যাম বিলিং, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টকস, জেমস বিনস, ডেভিড উইলি, ক্রিস ওয়াকস, মার্ক উড, ইস্টিভেন ফিন।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com