আবারো হোঁচট খেয়েছে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। রবিবার রাতে নিজেদের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলে মেসিহীন বার্সাকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে সেল্টা ভিগো।
গত মৌসুমেও সেল্তার মাঠে পর্যুদস্ত হয়েছিল বার্সেলোনা। নেইমার, মেসি, সুয়ারেসের সবাই খেললেও ৪-১ গোলে হেরে ফিরতে হয়েছিল। ওই মৌসুমে লিগে সেটাই ছিল চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় হার।
এদিন শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে বার্সা। ম্যাচের ১১ মিনিটে সুয়ারেজের নেয়া শট রুখে দেন সেল্টা গোলরক্ষক। তবে ২২তম মিনিটে পিয়েনো সিস্তের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৩১তম মিনিটে ইয়াগো এসপাসের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সাকে ব্যাকফুটে ঠেলে দেয় সেল্টা।
দুই মিনিট পর বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন অনেকটাই মাটি হয়ে যায়। আসপাসের বাড়ানো বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন বার্সা ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ।
২০০৭ সালের পর লা লিগায় এই প্রথম প্রথমার্ধে ৩ গোল খাওয়া বার্সেলোনার কোচ লুইস এনরিকের খেলোয়াড়রা তখন হতভম্ব।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকা বার্সেলোনা ব্যবধান কমায় ৫৮তম মিনিটে। বদলি হিসেবে নামা আন্দ্রেস ইনিয়েস্তার ক্রসে লাফিয়ে উঠে দারুণ হেডে বল জালে পাঠান পিকে।
ম্যাচের ৬৪তম মিনিটে ফের উল্লাসে মাতে বার্সেলোনা। পাবলো হার্নান্দেজ নিজেদের বক্সের ভেতর বার্সা তারকা আন্দ্রে গোমেজকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট-কিক থেকে গোল করে বার্সাকে আনন্দে ভাসান ব্রাজিলের তারকা নেইমার।
তবে ম্যাচের ৭৭ মিনিটে টের স্টেগেনের ভুলে আবারো ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। জর্ডি আলভার ব্যাকপাস বিপদমুক্ত করতে গিয়ে শট মারেন এগিয়ে আসা হার্নান্দেসের দিকে আর বল তার মাথায় লেগে জালে ঢুকে যায়।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে বার্সেলোনা শিবিরে স্বস্তি ফেরার পিকে। নতুন রিক্রুট ডেনিস সুয়ারেজের ক্রস থেকে ভেসে আসা বলে দারুণ হেডে ব্যবধান ৪-৩ এ নামিয়ে আনেন পিকে। তবে বাকি সময় আর কোনো গোল না হওয়ায় পরাজয়ের ‘স্বাদ’ নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
সাত রাউন্ড শেষে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১৫ পয়েন্ট হওয়া সত্ত্বেও গোল-ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৪ পয়েন্ট নিয়ে সেভিয়া তিনে এবং ১৩ পয়েন্ট নিয়ে বার্সা চারে।
বিবার্তা/প্লাবন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]