টেস্ট র্যাঙ্কিয়ে পাকিস্তান এক নম্বরে অবস্থান করলেও ওয়ানডেতে তাদের অবস্থান ৯ নম্বরে। র্যাঙ্কিয়ের তলানিতে থাকলেও অন্যরকম এক রেকর্ড বুকে স্থান করে নিয়েছে উপমহাদেশের এই দলটি। ভারতকে পেছনে ফেলে ম্যাচ জয়ের দিক দিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান।
শুক্রবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের পূর্বে পাকিস্তান ও ভারত যৌথ ভাবে (৪৫৪) ম্যাচ জিতে ২ ও ৩ নম্বরে অবস্থান করছিল।
ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর পাকিস্তান এখন (৪৫৫) ২ নম্বরে এসে পৌঁছেছে। তবে ওয়ানডেতে সবচেয়ে বেশি জয় নিয়ে তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। ৮৮৪ ম্যাচে অসিদের জয় ৫৪৭টি। ৮৬৪টি ম্যাচে ৪৫৫টি জয় নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। ৮৯৯ ম্যাচে ৪৫৪ জয় নিয়ে তৃতীয় ভারত। ৩৭৬টি জয় নিয়ে চতুর্থ ওয়েস্ট ইন্ডিজ। আর ৩৬৫টি জয় নিয়ে পঞ্চম শ্রীলংকা।
বিবার্তা/প্লাবন/সফিকুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]