চলতি মাসের ৩০ তারিখে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই দলটিই ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। তবে বর্তমানে ইংলিশরা দুর্দান্ত ফর্মে রয়েছে। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে তারা।
টাইগারদের কাছে বিশ্বকাপ থেকে বিদায়ের জ্বালা আসন্ন সিরিজে বাংলাদেশকে হারিয়েই মধুর প্রতিশোধ নিতে চাইবে ইংল্যান্ড। কিন্তু তাদের সম্প্রতি দুর্দান্ত ফর্ম, আর প্রতিশোধ প্রবণতায় মোটেও বিচলিত নন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের বিশ্বাস, ইংল্যান্ড তাদের নিজেদের মাঠে যত ভালই করুক, বাংলাদেশের কন্ডিশনে তাদেরকে ভুগতে হবে।
বুধবার এক অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমরা সবাই জানি নিজেদের কন্ডিশনে ওরা (ইংল্যান্ড) কত ভয়ঙ্কর। কিন্তু তার মানে এই না যে বিশ্বের সব জায়গায়ই তারা সমান ভাল করবে।’
সাকিব বলেন, ইংল্যান্ডের দুর্বলতার কারণে নয়, নিজেদের শক্তিমত্তায়ই বাংলাদেশ ফেবারিট। আমাদের হোম কন্ডিশনে সুযোগ সুবিধা আমাদের পক্ষেই থাকবে। নিজেদের দেশে তারা যাত ভালই করুক, আমাদের দেশে সিরিজ হলে আমরাই ফেবারিট। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে আমাদের পক্ষে দুই সিরিজেই জেতা সম্ভব।’
এদিকে ইংল্যান্ড সিরিজের আগে আফগানিস্তানের আসাকে আশীর্বাদ হিসেবে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব বলেন, আফগানিস্তান সিরিজটা আমাদের জন্য ভাল হবে। অনেকদিন আমরা আন্তর্জাতিক সিরিজ খেলি না। তাই ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে আফগানিস্তান ম্যাচগুলো আমাদের ভালভাবে প্রস্তুতি নিতে অনেক সাহায্য করবে।’
বিবার্তা/প্লাবন