রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে দলে জায়গা হয়নি পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর। মূলকা চোটের করণেই দলে নেয়া হয়নি তাকে। ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়ায় রিয়াল তারকাকে ছাড়াই দল ঘোষণা করেছে কোচ ফার্নান্দো সান্তোস।
রোনালদো ছাড়াও চোট সমস্যার কারণে দলে নেই মিডফিল্ডার ভিয়েইরিনিয়া। এছারা বাদ পড়েছেন ডিফেন্ডার রিকার্দো কারভালিও। এদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ভালেন্সিয়ার ডিফেন্ডার জোয়াও কানসেলো ও পোর্তোর ফরোয়ার্ড আন্দ্রে সিলভা। আর দলে ফিরেছেন মোনাকোর মিডফিল্ডার বের্নার্দো সিলভা।
আগামী বৃহস্পতিবার জিব্রাল্টারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। আর ৬ সেপ্টেম্বর রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা মাঠে নামবে সুইজারল্যান্ডের বিপক্ষে।
গত ১০ জুলাই ফ্রান্সের বিপক্ষে ইউরোর ফাইনালে হাঁটুতে চোট পেয়েছিলেন। এরপর থেকেই মাঠের বাইরে রোনালদো।
বিবার্তা/প্লাবন