
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশন শেষ করে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এদিন গণমাধ্যম এড়িয়ে গেছেন সবাই।
চ্যাম্পিয়ন হওয়ার অলীক স্বপ্ন দেখিয়ে টুর্নামেন্ট খেলতে যায় বাংলাদেশ। তবে ফলাফল ছিল খুবই বাজে। ভারতের বিপক্ষে ৬ উইকেটে হারে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটের হার। যার ফলে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে যায় শান্তদের।
শেষ ম্যাচে অবশ্য মাঠেই নামার সুযোগ হয়নি বৃষ্টির কারণে। রাওয়ালপিন্ডিতে ওই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পাকিস্তানের সঙ্গে এক পয়েন্ট ভাগাভাগি করে আসর শেষ করে বাংলাদেশ।
পুরো আসরে সিনিয়রদের দায়িত্বহীন ব্যাটিং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তারপরও ক্যারিয়ারের ইতি টানার কোনো ঘোষণা দেননি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতির অজুহাত দিয়েছে কোচিং স্টাফ। তাই সামনের আইসিসি ইভেন্ট নিয়ে এখন থেকেই পরিকল্পনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]