ম্যানসিটির বিপক্ষে দুর্দান্ত জয় লিভারপুলের
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮
ম্যানসিটির বিপক্ষে দুর্দান্ত জয় লিভারপুলের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে লিভারপুলের দুর্দান্ত জয়। আগেই বলা হয়েছে, সিটির বিপক্ষে ম্যাচ লিভারপুলের শিরোপাও নির্ধারণ করে দিতে পারে। কেননা পয়েন্ট ব্যবধান বাড়াতে হলে চ্যালেঞ্জিং ম্যাচটি আর্নে স্লটের দলের জন্য ছিল গুরুত্বপূর্ণ।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গিয়ে চমক দেখিয়ে এসেছেন লিভারপুলের প্রাণভোমরা মোহাম্মাদ সালাহ। অলরেডদের হয়ে প্রথম গোল করেন এবং দ্বিতীয় গোলে ডমিনিক সোবোস্লাইকে সহায়তা করেন মিশরীয় ফরোয়ার্ড।


২৭ ম্যাচ থেকে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে অলরেডরা। যদিও আর্সেনাল একটি ম্যাচ কম খেলেছে।


সিটি ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। মৌসুমের শুরুতে বাজে পারফর্ম করায় টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে তাদের। এখন চ্যাম্পিয়ন্স লিগের স্থান নিশ্চিত করার জন্য লড়াই করছে পেপ গার্দিওলার দল।


ম্যাচের ১৪ মিনিটে কর্নার থেকে গোল করেন সালাহ। বক্সের প্রান্ত থেকে তার শক্তিশালী শট সিটি ডিফেন্ডার নাথান আকের বাড়ানো পায়ে লেগে গোলরক্ষক এডারসনের পাশ দিয়ে জালে প্রবেশ করে। চলতি মৌসুমে এটি সালাহর ২৫তম গোল। প্রিমিয়ার লিগে গোলদাতাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি।


সোবোস্লাই সিটির বাজে রক্ষণের সুযোগ নিয়ে ৩৭ মিনিটে লিভারপুলের লিড দ্বিগুণ করেন। হাঙ্গেরিয়ান মিডফিল্ডারকে সহজ পাস দেন সালাহ। লিভারপুল ২-০ তে এগিয়ে গেলে হতাশ সিটি সমর্থকদের মনোবল মুষড়ে পড়ে, যা প্রবল বৃষ্টির সঙ্গে মিলিয়ে যায়।


হাজারো সমর্থক খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে চলে যান। লিভারপুল সমর্থকরা আনন্দের সঙ্গে গলা ফাটিয়ে গাইতে থাকেন, ‘আমরা লিগ জিততে যাচ্ছি।’


৩২ বছর বয়সী সালাহ এই মৌসুমে ১১টি লিগ ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছেন, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে একক মৌসুমে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। এর আগে ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে এই কীর্তি করেছিলেন লিওনেল মেসি।


হালান্ড হাঁটুর চোটের কারণে দলে না থাকলেও সিটি বেশিরভাগ সময় নিজেদের আধিপত্য বজায় রাখে। ৬৬ শতাংশ বলের দখল ছিল তাদের। লিভারপুলের দখল ছিল মাত্র ৩৪ শতাংশ।


চলতি মৌসুমের এটি লিভারপুলের সবচেয়ে কম বল দখলের রেকর্ড। এছাড়া গত ২০ বছরে যেকোনো জয়ে সবচেয়ে কম বল দখলের হার। সিটি লক্ষ্যে পাঁচটি শট করে। যেখানে লিভারপুল নেয় চারটি।


সিটিও এ ম্যাচে লিভারপুলের জাল খুঁজে বের করেছিল। এক সপ্তাহ আগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে সিটির জার্সিতে প্রথম হ্যাটট্রিক করা ওমর মারমুশ লিভারপুলের জালে বল ফেলেছিলেন। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।


দ্বিতীয়ার্ধে কার্টিস জোন্স লিভারপুল সমর্থকদের উল্লাসে মাতিয়ে তুলেছিলেন। কিন্তু ভিএআরে অফসাইড ধরা পড়ায় এই গোলটি বাতিল হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com