ড্র করেও ইউরোপা লিগে গালাতাসারাইয়ের বিদায়
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭
ড্র করেও ইউরোপা লিগে গালাতাসারাইয়ের বিদায়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউরোপা লিগের প্লে অফ ম্যাচের দ্বিতীয় লেগে ঘরের মাঠে এজেড আলকমারের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গালাতাসারাই। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে হেরে গালাতাসারাইয়ের বিদায়।


প্রথম লেগে ডাচ ক্লাব এজেড আলকমারের কাছে ৪-১ ব্যবধানে হারের পরই গালাতাসারাইয়ের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলো। আর দ্বিতীয় লেগেও তেমন কিছু করতে পারেনি ওসিমেন-মার্টেনসরা। ফলে ইউরপা লিগের শেষ ষোলোতে ওঠা হল না তুর্কি জায়ান্টদের।


ইউরোপা লিগের প্লে অফ ম্যাচের দ্বিতীয় লেগে ঘরের মাঠে এজেড আলকমারের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গালাতাসারাই। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে হেরে বিদায় নিল তারা।



আলকমারের হয়ে গোল দুইটি করেন সেইয়া মাইকুমা এবং ডেনসো ক্যাসিয়াস। আর গালাতাসারাইয়ের হয়ে স্কোরশিটে নাম লেখান রোল্যান্ড সাল্লাই এবং ভিক্টর ওসিমেন।


এদিকে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইতালিয়ান ক্লাব রোমা। তারা ৩-২ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোকে। প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিলো এই দুই দল। দ্বিতীয় লেগে রোমার হয়ে দুইটি গোল করেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। বাকি গোলটি আসে পিসিলির পা থেকে।


প্লে অফের দ্বিতীয় লেগের ফল
বোডো/গ্লিমট ৫-২ এফটোয়েন্টি (অ্যাগ্রিগেডে ৬-২)
এফসিএসবি ২-০ পাওক (অ্যাগ্রিগেডে ৪-১)
আয়াক্স ১-২ ইউএসজি (অ্যাগ্রিগেডে ৩-২)
আন্ডারলেখ্ট ২-২ ফেনারবাচে (অ্যাগ্রিগেডে ২-৫)
রিয়াল সোসিয়েদাদ ৫-২ এফসি মিডটজিল্যান্ড (অ্যাগ্রিগেডে ৭-৩)
ভিক্টোরিয়া প্লাজেন ৩-০ ফেরেনকাভারস (অ্যাগ্রিগেডে ৩-১)


শীর্ষ ৮-এ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে যারা
অ্যাথলেটিক ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড, অলিম্পিয়াকোস, রেঞ্জার্স, টটেনহ্যাম, ফ্রাঙ্কফুর্ট, লাৎজিও, লিও।


প্লে অফ থেকে কোয়ালিফাই করে শেষ ষোলো নিশ্চিত করেছে যারা
বোডো/গ্লিমট, এফসিএসবি, আয়াক্স, ফেনারবাচে, রিয়াল সোসিয়েদাদ, ভিক্টোরিয়া প্লাজেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com