কোহলির প্রত্যাবর্তনের ম্যাচে পদপিষ্ট অনেকে
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:৪১
কোহলির প্রত্যাবর্তনের ম্যাচে পদপিষ্ট অনেকে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ এক যুগ পর ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন ক্রিকেটার বিরাট কোহলি। আর তাতেই বিপাকে পড়েছে আয়োজকরা। কোহলির খেলা দেখতে এসে পদপিষ্ট হয়েছেন অনেকে।


কোহলির ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজার হাজার দর্শক মাঠে থাকবেন, সেটা প্রত্যাশিতই ছিল। এমন পরিস্থিতি মাথায় রেখেই ভিড় সামলাতে আগে থেকেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল ডিডিসিএ। কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা যায়নি।


দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় সকাল আটটা থেকে স্টেডিয়ামে ভিড় জমানো শুরু করেন সমর্থকরা। এদিন দর্শকের চাপ সামলাতে অতিরিক্ত দুটি গেট খোলা হয় স্টেডিয়ামের। ১৬ এবং ১৭ নম্বর গেট শেষ মুহূর্তে খোলা হয়। হঠাৎ ওই গেটের দিকে ছুটতে শুরু করেন দর্শকরা।


যার ফলে হুড়োহুড়ি পড়ে যায়। বেশ কয়েকজন সমর্থক আহত হন। কয়েকটি বাইক ক্ষতিগ্রস্ত হয়। স্টেডিয়ামের ভেতরেও ভিড় সামলাতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়। শেষ মুহূর্তে একাধিক গ্যালারিও খুলতে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com