লাবনী পয়েন্টের সাম্পানে ‘চ্যাম্পিয়নস ট্রফি’
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৩
লাবনী পয়েন্টের সাম্পানে ‘চ্যাম্পিয়নস ট্রফি’
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন দিনের সফরে বাংলাদেশে আসা ‘চ্যাম্পিয়নস ট্রফি’ ফটোসেশনের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে আছে। ইতিমধ্যে সেখানে সৈকতের সাগরপাড়ের সাম্পানে ‘চ্যাম্পিয়নস ট্রফি’ ফটোসেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সৈকতের লাবনী পয়েন্টের একটি তারকামানের রেস্টুরেন্টের সাম্পানে এ ফটোসেশন করা হয়। এসময় জোরদার করা হয় নিরাপত্তা।


সাম্পানের ওপর চ্যাম্পিয়ন্স ট্রফিটি রাখা হয়। সেখানে বেশ কিছুক্ষণ ছবি ও ভিডিও কাজ করে আইসিসির প্রতিনিধি দলের টিমের সদস্যরা। এসময় চারপাশে দূর থেকে পর্যটকরা দেখেন ট্রফিটি। কিন্তু নিরাপত্তা স্বার্থে তাদেরকে সরিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী। আবার অনেকেই দূর থেকে ট্রফির ছবিও তুলেন।


এরপর ১১টার দিকে সর্বসাধারণের জন্য প্রদর্শনী শুরু হয়। এ সময় ট্রফিটির স্বচক্ষে দেখতে পেরে এক ব্যক্তি বলেন, এটা দেখে গর্ববোধ করছি।


বিসিবিতে ম্যানেজমেন্টে দায়িত্বে থাকা নাজমুল বলেন, মূলত কক্সবাজারের ইতিহাস-ঐতিহ্যের অংশ হচ্ছে সাম্পান। তাই আইসিসির প্রতিনিধিদের পছন্দ অনুযায়ী প্রথমে ট্রফির ফটোসেশনে সাম্পানে রাখা হয়। সেখানে ছবি তোলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবে ক্রিকেটভক্তরা। আর তার জন্য রাজধানীর বসুন্ধরা শপিংমলে রাখা হবে ট্রফিটি। পর দিন মিরপুরের হোম অব ক্রিকেটে রাখা হবে ট্রফিটি। যেখানে ক্রিকেটার, পরিচালক এবং গণমাধ্যমকর্মীরা ছবি তোলার সুযোগ পাবেন।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com