
ক্যারিবিয়ানদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শেষে টাইগাররা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও থাকছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১০ ডিসেম্বর, মঙ্গলবার এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে শান্ত না থাকায় নেতৃত্বে থাকছেন লিটন দাস।
টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রিপন মন্ডল। এনসিএল টি-টোয়েন্টি খেলতে সিলেটে ছিলেন তিনি। এখন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে বিমান ধরবেন এই পেসার। এ ছাড়া ফেরানো হয়েছে আফিফ হোসেনকেও।
তবে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম। একইসঙ্গে উইন্ডিজ সিরিজ থেকে ছুটি নেওয়া মুস্তাফিজুর রহমানের জায়গায় তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ১৮ ও ২০ ডিসেম্বর হবে পরের দুই ম্যাচ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়।
টি-টোয়েন্টি দল: লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং রিপন মন্ডল।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]