চলমান দুই ম্যাচ টেস্ট সিরিজের পর ক্যারিবীয় দ্বীপে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বদলে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে কুঁচকিতে চোট পেয়েছিলেন শান্ত। যে কারণে মিস করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। এবার ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি।
এ ছাড়াও এই সিরিজে থাকছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম ও দলের অন্যতম ব্যাটার তাওহীদ হৃদয়। তারাও চোটের কারণে ছিটকে গেছেন আসন্ন এই সিরিজ থেকে।
এদিকে প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন। অন্যদিকে বাদ পড়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলা জাকির হাসান।
বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]