
ক্যারিবীয় দ্বীপে চলমান দুই ম্যাচ টেস্ট সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একদিনের এই সিরিজের জন্য কয়েক দিনের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি। তবে দল ঘোষণার আগেই চার ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন।
দেশের বেসরকারি একটি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়েছে, ২ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় ওয়ানডে খেলতে দেশ ছাড়বেন চার ক্রিকেটার। তারা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন।
ওয়ানডে থেকে এখনও অবসর নেননি মাহমুদউল্লাহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে সম্প্রতি মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছেন তিনি। তার সঙ্গে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্তও। সদ্য কুঁচকির ইনজুরি থেকে সেরে উঠেছেন টাইগার অধিনায়ক।
সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কুঁচকিতে চোট পান শান্ত। যে কারণে মিস করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে বিসিবি সূত্র নিশ্চিত করেছে, ক্যারিবিয়ান সিরিজ খেলতে বাধা নেই তার।
এদিকে এক বছর পর মাঠে ফিরে আফগানিস্তানের বিপক্ষে চমক দেখিয়েছিলেন নাসুম আহমেদ। তাই উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশে জায়গা হতে পারে নাসুমের। তিনিও আজ রওনা দেবেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। তার সঙ্গে আছেন পারভেজ হোসেন ইমন।
অন্যদিকে, গত এক বছর থেকে ওপেনার নিয়ে সমস্যায় ভুগছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিং করতে দেখা যেতে পারে তানজিদ তামিমকেই।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]