একশর আগে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ২২:২১
একশর আগে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনের সকাল সকালই উইকেট পতনের মিছিল শুরু হয়ে গেছে বাংলাদেশের। ৯৮ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা। আজকের দিনে এক ঘণ্টা হতেই পড়েছে ৪টি উইকেট।


টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা। কিন্তু আধুনিক ক্রিকেটে এত বেশি রক্ষণাত্মক ব্যাটিং অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। যেমনটা হলো শাহাদাত হোসেনর দিপুর বেলায়।


৮৯ বল মোকাবিলা করে ২ বাউন্ডারিতে মাত্র ২২ রান করলেন। ২৪.৭১ স্ট্রাইকরেটের ইনিংসটি শেস পর্যন্ত বড় করতে পারলেন না। শামার জোসেফের বলে ডিফেন্ড করেও বোল্ড হয়ে ফিরতে হলো ডানহাতি এই ব্যাটারকে।


লিটন দাস নয় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। এখনও তার শট সেন্স আছে আগের মতোই। আরও একবার দৃষ্টিকটু আউটে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন ক্লাসিক্যাল এই ব্যাটার। ফুটওয়ার্ক ছাড়াই শট খেললেন, যার ফল প্রথম স্লিপে ক্যাচ। ৬ বলে ১ রানে সাজঘরে ফেরেন লিটন।


এরপর তরুণ জাকের আলীও ১ রানে আউট হয়েছেন। শামার জোসেফের পেসে তার ছিল সফট ডিসমিসাল। বেরিয়ে যেতে থাকা বাউন্সারে অযথা পুল খেলতে গিয়ে আউট হন জাকের। বল তার ব্যাটের পর কাঁধে লেগে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে।


সতীর্থদের এই আসা যাওয়ার মিছিল দেখে যেন ধৈর্য হারিয়ে ফেলেন সাদমান ইসলামও। শামার জোসেফের বলে তিনি ব্যাট পেতে দিলে বল চলে যায় উইকেটরক্ষকের কাছে। ১৩৭ বলে ৫ চার আর ১ ছক্কায় তার ৬৪ রানের ইনিংসটির সমাপ্তি তাতেই।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com